কলকাতা

সিবিআই চার্জশিটে কোন অভিষেকের নাম, পঞ্চায়েত সদস্য না সাংসদ? ছুড়লেন প্রশ্ন

Which Abhishek's name is in the CBI chargesheet, panchayat member or MP? He raised a question

Truth Of Bengal: নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে সিবিআইয়ের ২৮ পাতা চার্জশিট নিয়ে করা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন চার্জশিটের দুই জায়গায় আমার নাম লিখেছে। নাম লেখা আছে কিন্তু পরিচয় লেখা নেই, কোন অভিষেক? পঞ্চায়েত সদস্য না সাংসদ প্রশ্ন তোলেন তিনি। সিবিআই এখন ভাববাচ্যে কথা বলছে বলে কটাক্ষও করেন।

সিবিআইকে কড়া চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সোচ্চার হন। অভিষেক বলেন প্রমাণ দেখান সৎ সাহস থাকলে। নাম ভাসিয়ে দিয়ে কাউকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেয়া হচ্ছে বলে ইঙ্গিত করেন তিনি। কেন্দ্রের শাসকদলের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই নিয়ে সরব হন তৃণমূলে যুব নেতা।

Related Articles