নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?
What message will the Chief Minister give to the jobless at Netaji Indoor Stadium?

Truth Of Bengal: সুপ্রিমকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইসব চাকরিহারাদের পাশে থাকার কথা দিয়েছেন। একইসঙ্গে তিনি হতাশ না হয়ে ধৈর্য রাখার পরামর্শ দিয়েছেন। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেন, রাজ্য সরকার বিকল্প ভাবনা খতিয়ে দেখছে।
এরই মাঝে সোমবার নেতাজী ইন্ডোর স্টে়ডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে তত্পর। মুখ্যমন্ত্রী বৈঠকে তাঁদের ভবিষ্যতের কী বার্তা দেন, তার দিকেই তাকিয়ে রয়েছেন চাকরিহারারা। ‘ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন’ মুখ্যমন্ত্রীকে সেই সভায় আমন্ত্রণ জানিয়েছে।
এই সভার আগে বিরোধীরা নানা অপপ্রচার করে। বিরোধীদের অপপ্রচারের কড়া জবাব দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। চাকরিহারারা অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী কী বলেন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখার আহ্বান তৃণমূল নেতৃত্বের। সুপ্রিমকোর্টের নির্দেশে যে ২৬হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি গেছে,তাঁদের বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপেক্ষায় রয়েছে চাকরিহারাদের পরিবারও।