গলায় রণহুঙ্কার, মুখ্যমন্ত্রীকে নিশানা করে এ কী বললেন অর্জুন সিং?
What did Arjun Singh say, with a war cry in his voice, targeting the Chief Minister?

Truth Of Bengal: রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তার গলায় রণহুঙ্কার। নিউ টাউনে বিজেপির রামনবমী কর্মসূচিতে যোগ দেন অর্জুন। সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কার্যত হুঁশিয়ারি দেন তিনি। তার বক্তব্য, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গে তা রুখে দেবে বিজেপি। এদিন অর্জুনের গলায় ছিল মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রণহুঙ্কার।
গলায় রণহুঙ্কার, মুখ্যমন্ত্রীকে নিশানা করে এ কী বললেন অর্জুন সিং? pic.twitter.com/ywHPh3yYT8
— TOB DIGITAL (@DigitalTob) April 6, 2025
এমনকি দাঙ্গাবাজ বলেও আক্রমণ করেন তিনি। অর্জুনের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের কটাক্ষ যার নামে গ্রেফতারি পরোয়ানা থাকে তার কথার কী মূল্য আছে। উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনা ঘটে। জগদ্দলের মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক তৃণমূল কর্মী আহত হন। তৃণমূল কংগ্রেস অভিযোগ, জখম হওয়া যুবক তাদের দলের কর্মী।
অর্জুন সিং তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। সেই গুলিতে আহত হন কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মী। এরপরই অর্জুন সিংয়ের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয় আক্রান্ত তৃণমূল কর্মী ও নেতৃত্বের তরফে। সেই ঘটনায় নাম জড়ায় বিজেপির প্রাক্তন সাংসদের। পুলিশ বারবার তলব করলেও হাজিরা দেননি অর্জুন সিং।
এরপরই অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায় পুলিশ। ব্যারাকপুর আদালত অর্জুন সিংয়ের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হয়। সমস্ত দিক খতিয়ে দেখে ব্যারাকপুর আদালত মঙ্গলবার জারি করে গ্রেফতারি পরোয়ানা।