
The Truth of Bengal: নিম্নচাপের প্রভাবে গোটা রাজ্যজুড়ে বৃষ্টি হয়েছে গত সপ্তাহে। সোমবার থেকে কমে বৃষ্টি। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৯ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ। এই জোড়া ফলায় পুজোর মুখে আবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। বাদ থাকবে না কলকাতা। তবে কলকাতার ক্ষেত্রে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
২৯ তারিখ থেকে কলকাতায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা আছে। ৩০ সেপ্টেম্বর নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোবে। উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন বৃষ্টিপাতের কোনও সতর্কবার্তা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে থেকে বৃষ্টি কমে যায়। বৃষ্টি থামতেই আবার বাড়ে তাপমাত্রা।
ফের ফিরে আসে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার সকাল থেকে রোদ উঠতেই বাড়ে গরম।হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। আরও শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।