ঋতুসন্ধিতে দাঁড়িয়ে বাংলা, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ এর উপরে
Weather Update

The Truth Of Bengal : কার্যত শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে বাংলায় । আস্তে আস্তে লেপ কম্বল ফাইনালি গুটিয়ে ফেলার দিন। পাখাও চালাতে হচ্ছে দিনের কোনও না কোনও সময়। ঋতুসন্ধিতে দাঁড়িয়ে বাংলা। চলছে আবহাওয়ার খামখেয়ালি। আর এই ঠান্ডা-গরমের লুকোচুরিই জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।
দক্ষিণবঙ্গে সকাল সন্ধ্যা হালকা শীতের আমেজ অব্যাবহত থাকলেও সামান্য বাড়ল কলকাতার তাপনাত্রা। ১৮ র ঘর থেকে ১ ডিগ্রি বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ১৯ এর উপরে। শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই উষ্ণতার ছোঁয়া শহরে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে আরো কিছুদিন। তাপমাত্রা কিছুটা কমতে পারে, ফের বাড়তে পারে ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ফের সোম মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে জানাচ্ছে আইএমডি। আগামী কয়েকদিন মেঘ-ছাওয়া আকাশই থাকবে মহানগরে। তবে বৃষ্টির স্পষ্ট বার্তা নেই। আগামী ২৩ ফেব্রুয়ারি সামান্য বৃষ্টি হতে পারে।
FREE ACCESS