কলকাতারাজ্যের খবর

আবহাওয়ার ভোলবদল! রাজ্যজুড়ে ফের বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

Weather changes! Rain and storms forecast again across the state

Truth Of Bengal: পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। নদিয়া ও মুর্শিদাবাদে কালবৈশাখীর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে। এছাড়া বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরের পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে।

সপ্তাহের মাঝামাঝি আবার বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতির দিকে যাবে এবং সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে।

Related Articles