কলকাতা

খাস কলকাতায় অস্ত্র ভাণ্ডারের হদিশ, এসটিএফের বড়সড় সাফল্য, গ্রেফতার অস্ত্র কারবারী

Weapons cache found in Kolkata, STF makes major success, arms dealer arrested

Truth Of Bengal: শহর কলকাতায় অস্ত্র চোরাচালানের কারবার রুখতে পুলিশ কড়া নজর রেখেছে। শিয়ালদা সহ নানা এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। এবার শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে মিলল অস্ত্রভাণ্ডারের খোঁজ। এসটিএফের জালে গ্রেফতার এক অস্ত্র কারবারী। অভিযুক্ত মহম্মদ ইসমাইল খানের বাড়ি ঝাড়খণ্ডে। কারা এই চোরা চক্রে জড়িত রয়েছ, তাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।

বাংলায় হিংসা দমনে রাজ্য পুলিশ বরাবরই নজরদারি বজায় রাখে। উত্সবের মরসুমে দুষ্টচক্র প্ররোচণা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সজাগ ভূমিকা পালন করে।যারজন্য কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো হয়। এবার খাস কলকাতায় অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলল। শিয়ালদার বৈঠকখানা রোডে মেলে  ৫টি বন্দুক ও ৯০ রাউন্ড কার্তুজ। গ্রেফতার এক অস্ত্র কারবারী। মহম্মদ ইসমাইল খানের বাড়ি ঝাড়খণ্ডে। পুলিশের অনুমান, মহম্মদ ইসমাইল ভিনরাজ্য থেকে কলকাতায় অস্ত্র আনত।

এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। এবিষয়ে আরও জানা গেছে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ  গোপন সূত্রে খবর পেয়ে বৈঠকখানা এলাকায় তল্লাশি চালায়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপূল পরিমাণ অস্ত্র। কলকাতা   জানতে পারে, বিহারের  মুঙ্গের থেকে অস্ত্র পাচার হচ্ছে কলকাতায়। খবর পেতেই অ্যাকশনে নামে কলকাতা পুলিশের এসটিএফ।তারা সন্দেহভাজনদের নজরে রাখে। শিয়ালদার একেবারে নাকের ডগায় বৈঠকখানা রোডে  তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

ইতিমধ্যে ধৃতকে জেরা করছে কলকাতা পুলিশের অপরাধ দমন শাখা। কলকাতা শহরের আর কোথাও কোন অস্ত্র মজুত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনায় আর কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। বাংলার বাইরের অস্ত্র কারবারীদের গতিবিধিতে বাড়তি নজর রাখা হচ্ছে বলে লালবাজারের তরফে জানা গেছে। এর আগেও এসটিএফ নিউটাউনে বাংলাদেশের  সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছিল। তাই পুলিস অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নেওয়ায় শহরবাসী অনেকটাই আশ্বস্ত বলা যায়।

Related Articles