কলকাতা

যারা যোগ্য তাদের চাকরির নিশ্চিত করব: মুখ্যমন্ত্রী

We will ensure jobs for those who are qualified: Chief Minister

Truth Of Bengal: নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিলেন যারা যোগ্য তাদের চাকরির নিশ্চিন্ত করবে সরকার। যোগ্য একজনেরও চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্টের আইন মেনেই যোগ্যদের চাকরি নিশ্চিন্ত করা হবে। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভায় মুখ্যমন্ত্রী বলেন, আইন মেনেই প্রথমে সুপ্রিম কোর্টে যাবে সরকার।

ক্লারিফিকেশন যাওয়া হবে। যোগ্যদের কাজ কেড়ে না নিয়ে কাজ করার সুযোগ দেবেন সুপ্রিম কোর্ট এই আশা করি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যোগ্য চাকরি হারাদের পাশে রয়েছে সরকার। এই মামলায় সুপ্রিম কোর্ট নিশ্চিত করেনি কে যোগ্য কে অযোগ্য। রাজ্য সরকারকেও বাছাই করার সুযোগ বা দায়িত্ব দেওয়া হয়নি।

প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। শিক্ষা কাঠামো ভেঙে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, একটা ক্লারিফিকেশন চাইবো আদালতের কাছে। যাদের চাকরি বাতিল হয়েছে যোগ্যরা আজকে কি করবে? তাদের জন্য সুপ্রিম কোর্টের কী ক্লারিফিকেশন তাস স্পষ্ট জানতে চাইবো। না খেয়ে মানুষ মেরে দেওয়ার অধিকার কারোর নেই ।

Related Articles