কলকাতারাজ্যের খবর

“২০২৬-এ আমরাই আসব, মানুষের উপর ভরসা আছে”: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

"We will come in 2026, we have faith in the people": Chief Minister Mamata Banerjee

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের নির্বাচনের আগে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করে বললেন, “আমরাই আসব।” তিনি জানালেন, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সর্বজনীন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম।

বর্তমানে রাজ্যের প্রায় ১ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। প্রকল্পটি বাস্তবায়নে রাজ্য সরকার ইতিমধ্যেই ৫০ হাজার কোটি টাকা খরচ করেছে। মমতা বলেন, “কথা দিয়ে কথা রাখাটা আমাদের কাছে কাজ। অনেকেই ভোটের আগে প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে তা পালন করেন না। আমি মনে করি, কথা না রাখা একটি অপরাধ।”

মমতা আরও জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি দেশের অন্যান্য রাজ্যের জন্য মডেল হয়ে উঠেছে। তবে অন্য রাজ্যে এই প্রকল্পে একাধিক বিধি-নিষেধ রয়েছে, যা বাংলায় নেই। তিনি প্রতিশ্রুতি দেন, “এই প্রকল্প আজীবন চালু থাকবে।”

উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে ৯৪টি প্রকল্প সক্রিয় রয়েছে, যা সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। মুখ্যমন্ত্রীর মতে, এই প্রকল্পগুলো রাজ্যের উন্নয়ন ও মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মমতার কথায় উঠে এল একটি স্পষ্ট বার্তা—বাঙালির উন্নয়ন এবং প্রতিশ্রুতি রক্ষার মধ্য দিয়েই তিনি ২০২৬-এর নির্বাচনের পথে এগোচ্ছেন।

Related Articles