
The Truth of Bengal: সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন জনপ্রতিনিধিরাও। নিজের কেন্দ্রে এবারই প্রথম ভোট দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভার লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বামনগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দেন তিনি। ভোট দিয়ে লাভলি মৈত্র বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, বাংলার মানুষ উন্নয়নের সঙ্গে আছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ সবাইকে নেওয়ার আহ্বানও জানিয়েছেন লাভলি।