কলকাতা

রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতমের অস্বাভাবিক মৃত্যু! খুন নাকি আত্মহত্যা?

Unnatural death of Rink Majumdar's son Pratim! Murder or suicide?

Truth Of Bengal: আত্মঘাতী রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম! নিউটাউনের সাপুরজির আবাসন থেকে উদ্ধার হয় প্রীতম তথা সৃঞ্জয়ের ঝুলন্ত দেহ। দেহ উদ্ধার করে প্রথমে নিউটাউনের বেসরকারি হাসপাতালে ও পরে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্র খবর, সাত সকাল বেলা আবাসনের ই ব্লক-এর ঘর থেকে নিথর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, দেহটিকে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

জানা গিয়েছে, সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন বছর সাতাশের সৃঞ্জয়। তাঁর ডাকনাম ছিল প্রীতম। মাসখানেক আগেই রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের বিয়ের সময়ে সামনে এসেছিল রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের কথাও। সে সময়ে তিনি জানিয়েছিলেন, পূর্বপরিকল্পিত ভাবে ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার কথা তাঁর। হোটেল ও আনুষঙ্গিক সব বুকিং হয়ে গেছে। সেই কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। কিন্তু সেই সঙ্গেই জানিয়েছিলেন, রিঙ্কুর বিয়েতে খুবই খুশি তিনি।