কলকাতারাজ্যের খবর

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জারি হলুদ সতর্কতা

Trusday’s Weather Forecast

The Truth of Bengal: সকাল থেকেই শহর কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশের মুখ ভার। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে আজ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি। বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ১৮ তারিখের পর বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সারাদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আবহাওয়াবিদের মতে, নিম্নচাপটি প্রথমে উত্তরদিকে অগ্রসর হবে। তারপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক খেয়ে শুক্রবার সকালে ওড়িশা উপকূল বরাবর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে পৌঁছাবে। তারপর শনিবার বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছাবে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে,  শুক্রবার দুপুরে পর থেকে ১৮ নভেম্বর শনিবার ভোর ৬টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলের ওপর দিয়ে বাংলাদেশের স্থলভাগে উঠে আসতে পারে। তখন বাতাসের সম্ভাব্য গতিবেগ হতে পারে ঘণ্টায় দমকা হাওয়াসহ ৬০-৮০ কিলোমিটার। সম্ভাব্য জলোচ্ছ্বাসের উচ্চতা হতে পারে তিন থেকে পাঁচ ফুটের বেশি।

আবহাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এ রাজ্যে।  উপকূলের ৩ জেলায় থাকবে দুর্যোগের আশঙ্কা। বেশি প্রভাব পড়বে সুন্দরবনে। নিম্নচাপের কারণে বুধবার বিকেল থেকেই হাওয়া বদল হয়েছে বাংলায়। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও তাঁর পাশ্ববর্তী অঞ্চলগুলিতে মেঘলা আকাশ দেখা যায়। গভীর নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

Free Access

Related Articles