কলকাতা

গরমের ছুটিতে ভ্রমণ হবে আরও সহজ, ‘বিশেষ ট্রেন’ চালু করল পূর্ব রেলওয়ে

Traveling during summer vacations will be easier, Eastern Railway launches 'special trains'

Truth Of Bengal: এই গ্রীষ্মে ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীদের জন্য সুখবর! পূর্ব রেলওয়ে গ্রীষ্মকালীন ছুটির মরশুমে যাত্রীদের বাড়তি ভ্রমণ চাহিদা মেটাতে বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছে। সারা দেশের নানা গন্তব্যে ছুটির আমেজে পরিবার বা বন্ধুদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে এই বিশেষ ট্রেনগুলি।

শিয়ালদহ, হাওড়া, কলকাতা, আসানসোল এবং মালদা টাউন স্টেশন থেকে ১৯ জোড়া গ্রীষ্মকালীন ট্রেন চালানো হচ্ছে। এগুলি দেশের নানা জনপ্রিয় গন্তব্যে পৌঁছাবে। এই ট্রেনগুলিতে জেনারেল সেকেন্ড ক্লাসের ৪৬,৮৫২টি আসন এবং স্লিপার, ২ এসি ও ৩ এসি শ্রেণিতে ২,০৭,৬০০টি বার্থ উপলব্ধ হয়েছে। ফলে দীর্ঘ অপেক্ষার তালিকা বা টিকিট না পাওয়ার সমস্যাও অনেকটাই কমবে বলে আশা।

চালু হওয়া ট্রেনগুলির তালিকা:

  • ০১১৪৫/০১১৪৬ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস – আসানসোল – ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস
  • ০৩০৪৩/০৩০৪৪ হাওড়া – রক্সৌল – হাওড়া
  • ০৩০১১/০৩০১২ হাওড়া – আনন্দ বিহার – হাওড়া
  • ০৩১৩৫/০৩১৩৬ কলকাতা – পাটনা – কলকাতা
  • ০৩১৩১/০৩১৩২ শিয়ালদহ – গোরক্ষপুর – শিয়ালদহ
  • ০৩০০৭/০৩০০৮ হাওড়া – খাতিপুরা – হাওড়া
  • ০৩০২৭/০৩০২৮ হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া
  • ০৩১০৫/০৩১০৬ শিয়ালদহ – জাগিরোড – শিয়ালদহ
  • ০৩১০১/০৩১০২ কলকাতা – পুরী – কলকাতা
  • ০৩৪৩৫/০৩৪৩৬ মালদা টাউন – আনন্দ বিহার – মালদা টাউন
  • ০৩৪১৩/০৩৪১৪ মালদা টাউন – দিল্লি – মালদা টাউন
  • ০৩৪১৭/০৩৪১৮ মালদা টাউন – উদনা – মালদা টাউন
  • ০৪১৫৩/০৪১৫৪ কানপুর সেন্ট্রাল – কলকাতা – কানপুর সেন্ট্রাল
  • ০২০২৪/০২০২৩ পাটনা – হাওড়া – পাটনা
  • ০৫৯৩২/০৫৯৩১ ডিব্রুগড় – কলকাতা – ডিব্রুগড়
  • ০৫৬৩৯/০৫৬৪০ শিলচর – কলকাতা – শিলচর
  • ০৬৫৬৫/০৬৫৬৬ এসএমভিবি বেঙ্গালুরু – মালদা টাউন – এসএমভিবি বেঙ্গালুরু
  • ০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন – দিঘা – মালদা টাউন

এই উদ্যোগ পূর্ব রেলের যাত্রীবান্ধব নীতিরই প্রতিফলন। যারা ছুটি কাটাতে কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে বাইরে যেতে চাইছেন, তাদের জন্য এটি এক চমৎকার সুযোগ।

Related Articles