কলকাতা

আন্দোলনের ঝাঁঝ বাড়ছে, মমতার তৈরি করা পথেই রাজভবনে অনড় অভিষেক

বৃহস্পতিবার গোটা রাত কেটেছে রাজভবনের বাইরে তৈরি হওয়া অবস্থান মঞ্চেই

The Truth of Bengal: দিল্লিতে ঝড় তোলার পর, এবার কলকাতায় রাজভবনে আন্দোলন মঞ্চ চৈরি করে চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃস্পতিবার থেকে রাজভবনে সরাসরি বার্তা দিয়েছেন অভিষেক, রাজ্যপাল দেখা না করলে রাজভবনের বাইরেই অপেক্ষা করবেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নাছোড়বান্দা মনোভাব যেমন তৃণমূলকে সাফল্য এনে দিয়েছিল। সেই একই ফর্মুলায় এবার চলতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের  টাকা, আবাস যোজনার বকেয়াসহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছেন কেন্দ্র। সেই প্রাপ্য আদায়ই এখন বড় লক্ষ্য তৃণমূলনেতৃত্বের কাছে। প্রতিশ্রুতিমতো,  দিল্লির বুকে দু’দিনের আন্দোলন কর্মসূচি পালন করেছে তৃণমূল সাংসদ, বিধায়ক থেকে কর্মীসমর্থকেরা। নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দেখা মেলেনি, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। প্রতিশ্রুতি দিয়েও দেখা করেননি প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিও। ফলত, এবার কলকাতাতে বসেই বকেয়া আদায়ে নতুন কর্মসূচি নিয়েছেন অভিষেকরা। পূর্ব ঘোষণা মতো, ৫ অক্টোবর রাজভবনের সামনে বিক্ষোভ, ধর্নামঞ্চে হাজির হন একাধিক তৃণমূলনেতাকর্মী। অভিষেক হুংকার দিয়েছেন, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোস দেখা না করা পর্যন্ত তিনি রাজভবনের বাইরেই অপেক্ষা করবেন। বৃহস্পতিবার গোটা রাত কেটেছে রাজভবনের বাইরে তৈরি হওয়া অবস্থান মঞ্চেই।

অভিষেকের এই অনড় মনোভাবের মধ্যে তৃণমূলসুপ্রিমোর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। রাজনৈতিক মহলের একাংশের মত, মমতার ২৬ দিনের অনশন মঞ্চের স্মৃতিই ফের একবার উস্কে দিচ্ছেন অভিষেক। প্রায় দু’দশক আগে মমতাও এমনই একটা মঞ্চ বেঁধেছিলেন ধর্মতলায়। অ্রর্থাৎ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে, অভিষেক যেভাবে কোমর বেঁধে নেমেছেন, তাতে বেশ কিছুটা ব্যাকফুটে রাজ্য বিজেপি নেতৃত্ব। এমনকী সাইডলাইনে চলে গিয়েছে, রাজ্যের কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব। ফলত, চব্বিশের আগে, একশো দিনের কাজ, আবাস যোজনাসহ বকেয়া পাওনার বঞ্চনাই যে বড় হাতিয়ার হতে চলেছে তৃণমূলের, তা ফের একবার স্পষ্ট হয়ে গেল।

Related Articles