কলকাতা

এই প্রথম কোন দৃষ্টিহীন মহিলা পা রাখলেন এভারেস্টের চূড়ায়! কে জানেন?

This is the first time a blind woman has set foot on the summit of Everest! Who knew?

Truth Of Bengal: এভারেস্টের শীর্ষে পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। মনোবল এবং শক্তির কঠিনতম পরীক্ষায় সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন তিনি। একই সঙ্গে মনোবল এবং শক্তির কঠিনতম পরীক্ষায় এভারেস্ট শৃঙ্গ জয় করলেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো। তিনি পর্বতারোহণের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন নিজের নাম।

ছোনজিন আংমো তাঁর এই সফরে তিনি একা ছিলেন না, পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে দুনিয়ার উচ্চতম শিখরে পা রেখেছেন দুই ভারতীয়ও। পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল, সঙ্গে তেনজিং শেরপা (গেলবা), এবং গীতা সামোতা, সঙ্গে লাকপা শেরপা। পুরো অভিযানের পরিকল্পনার দায়িত্বে ছিল একটি সংস্থা। লক্ষ্মীকান্ত এভারেস্ট-অভিযানে রওনা দিয়েছিলেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে।

বর্তমানে তিনি কলকাতা পুলিশের নগরপালের দেহরক্ষী হিসাবে নিযুক্ত। যাত্রার প্রাক্কালে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন নগরপাল মনোজ ভার্মা সহ পদস্থ অফিসাররা। তিনজনকেই স্যালুট কলকাতা পুলিশের তাঁদের দৃঢ় সংকল্প এবং সাহসিকতার জন্য। বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে লক্ষ্মীকান্তকে। কলকাতা পুলিশের বার্তা, শৃঙ্গবিজয়ে তাঁর এই সফর থাকুক অব্যাহত।

Related Articles