কলকাতা

আরজিকর কাণ্ডে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা, নজরে ২০০ ভিডিও

Third status report submitted in AJKAR case, 200 videos under review

Truth Of Bengal: আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার শিয়ালদা আদালতে সিবিআই জমা দিল তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন এই স্ট্যাটাস রিপোর্টে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।পাশাপাশি ২০০ টির বেশি ভিডিও ক্লিপিংয়ের ওপর ভিত্তি করে তথ্য জমা দেওয়া হয়েছে।

মৃত্যুর কয়েক মাস পরেও আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে বলে আদালতে দাবি করে নির্যাতিতার পরিবার। এই সম্পর্কিত বিষয়ে আদালতে মুখ বন্ধ খামে এই ঘটনার সংক্ষিপ্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে যদিও এই অভিযোগে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আদালতে।

এর আগেও শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় তখনও ২৪ জনের বয়ান রেকর্ড করা হয় এবং হাসপাতালের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তার পরিপ্রেক্ষিতে রিপোর্ট দেওয়া হয়। এমন কি তিনজনের কল ডিটেলসও দেখা হয় বলে সেই রিপোর্টে জানানো হয়।

আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে একেবারে প্রথম থেকেই সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে নির্যাতিতার পরিবার। এই মামলার প্রথম যে চাষীর দেওয়া হয় তাতে একমাত্র অভিযোগ হিসেবে দেখানো হয় সঞ্জয় রায়কেই। শিয়ালদা আদালতে চূড়ান্ত রায় ঘোষণার পর পরবর্তী সময়ে তারা আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

তারা বলে একমাত্র সঞ্জয় রায় মূল অভিযুক্ত হতে পারেনা ঘটনায় আরো অনেকে জড়িত থাকতে বলে নির্যাতিতার পরিবারের দাবি। আরজি করের ঘটনার প্রথম চার্জশিট দেওয়া হয় ফেব্রুয়ারি মাসে। পরবর্তী সময় দ্বিতীয় চার্জ শিট জমা দেওয়া হয়। এরপর তৃতীয়বারের মতন চার্জশিট জমা দেয় সিবিআই। এখন দেখার বিষয় তদন্ত প্রক্রিয়া ঠিক কোন দিকে মোড় নেয়।

Related Articles