নিশিকুটুম্বের নিশানায় শ্রীজগন্নাথ, প্রণামীর বাক্স নিয়ে চম্পট চোরের
Thief steals Jagannath's obeisance box! Sensational incident in Bhavanipur area

Truth Of Bengal: চোরের হাত থেকে রেহাই নেই স্বয়ং ভগবানেরও। নিশিকুটুম্বের নিশানায় এবার স্বয়ং শ্রীজগন্নাথদেব। গভীর রাতে জগন্নাথ মন্দিরের প্রণামীর বাক্স শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে গেলো চোর। সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার ধরা পড়ে গেলো তস্কর মশাইয়ের কীর্তি।
জগন্নাথের প্রণামীর বাক্স নিয়ে চম্পট চোরের! চাঞ্চল্যকর ঘটনা ভবানীপুর এলাকায় pic.twitter.com/KoakHLSISh
— TOB DIGITAL (@DigitalTob) May 25, 2025
শনিবার গভীর রাতে প্রায় পৌনে চারটে নাগাদ দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকার একটি বাড়িতে হানা দেয় চোর। আশেপাশের সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় চোরের আগমনের কথা টের পায়নি কেউ। বাড়ির নিচে শ্রীজগন্নাথদেবের মন্দিরের প্রণামী হাতানোই চোরের মূল উদ্দেশ্য ছিল, সিসিটিভি ভিডিওতেই তা দেখা যাচ্ছে।
প্রথমে কিছু টাকা প্রণামীর বাক্স থেকে তুলে নিতে গিয়েও থেমে যায় সে। এরপর একটু ইতস্তত করে শেষপর্যন্ত গোটা বাক্সটিকেই তুলে নিয়ে চম্পট দেয় তস্কর মহাশয়। ঘটনার সিসিটিভি ভিডিও দেখে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ।