কলকাতা

ছদ্মবেশে চোর, কেবল অপারেটরের তথ্যেই ধরা পড়লেন পরিচারিকা

Thief in disguise, maid caught only with operator's information

Truth Of Bengal: দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকার একটি বাড়ি থেকে সোনার গয়না চুরি করে গা ঢাকা দিয়েছিলেন দুর্গা কর্মকার নামে এক মহিলা, যিনি পরিচারিকার কাজ করতেন। ফেব্রুয়ারির শুরুতে ঘটেছিল চুরির ঘটনা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে, তিনি নিজের পরিচয় বদলে ‘জয়া বোস’ নামে রিজেন্ট পার্কে থাকছেন। ছেলের নামও পরিবর্তন করে সৌরভ বসু হিসেবে পরিচয় দেন।

পুলিশের সন্দেহ হলেও নাম-পরিচয় ভিন্ন থাকায় তারা তখনই গ্রেফতার করতে পারেনি। অবশেষে এক কেবল অপারেটরের সূত্রে জানা যায়, মহিলার আসল নাম দুর্গা কর্মকার। তার কাছেই ছিল দুর্গার নামে আধার কার্ডের ফটোকপি। এরপরই রিজেন্ট পার্ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেরায় দুর্গা জানান, চুরি করা গয়না বিক্রি করে দিয়েছেন ইছাপুরের এক সোনার ব্যবসায়ীর কাছে। সেই ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্বীকার করেছেন, গয়না গলিয়ে ফেলেছেন। পুলিশ তার কাছ থেকে প্রায় ১৭.৬১৫ গ্রাম ওজনের গলিত সোনা বাজেয়াপ্ত করেছে। দুর্গাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ব্যবসায়ীকে আজ আদালতে তোলা হবে।

 

 

 

Related Articles