কলকাতা

শহর-কলকাতায় হেলে রয়েছে ৩০টি বহুতল

There are 30 multi-storey buildings leaning in the city of Kolkata

Truth Of Bengal: এন্টালি-কসবা সহ শহরের একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনায় আরও নজরদারি বাড়াচ্ছে পুরপ্রশাসন। এই ধরণের ঘটনা এড়াতে বহুতল নির্মাণে আরও কড়া পদক্ষেপ করা হচ্ছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বেআইনি নির্মাণের ঘটনায় কঠোরতম পদক্ষেপের বার্তা দিয়েছেন। সূত্রের খবর, তিলোত্তমা কলকাতার আবাসন সহ বিভিন্ন বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করার উদ্যোগ নিতে চলেছে পুরসভা।

অন্যদিকে, রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর শহরে পরপর বহুতল বিপত্তিতে নয়া নির্দেশিকা জারি করেছে। বাড়ি তৈরির ক্ষেত্রে মাটি টেস্ট বাধ্যতামূলক করতে হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে হবে সয়েল টেস্ট। সেই রিপোর্টের পরই বাড়ি তৈরির অনুমতি মিলবে। কলকাতা সহ সব পুর এলাকাতেই এই নিয়ম চালু করা হল। কলকাতা পুরসভার কাছে ইতিমধ্যেই নির্দেশিকা পৌঁছেছে।

শহরে পরপর হেলে পরা বহুতলের খোঁজ শুরু করেছে পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যে তার একটি তালিকা তৈরি হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি শহরের বাড়িগুলি বা বহুতলের কী হাল তারও একটা রিপোর্ট তৈরি হয়েছে। এমনিতেই প্রাচীন শহর কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু পুরনো বাড়ি। ব্রিটিশ আমলে তৈরি এমন বাড়ির সংখ্যা শহরে প্রচুর। রক্ষণাবেক্ষণে হয় এমন বাড়ির স্বাস্থ্য যথেষ্টই ভালো। তার মধ্যে যেমন হাইকোর্ট, রাজভবন, রাইটার্স বিল্ডিং, রয়েছে। এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়। আবার অনেক পুরনো বাড়ি রয়েছে যা রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশা। অনেক বাড়িতে বোর্ড টাঙানো আছে ‘বিপজ্জনক বাড়ি’ বলে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, কলকাতায় বর্তমানে বিপজ্জনক বাড়ির মোট সংখ্যা ৩০৪৬ টি। গত পাঁচ বছরে শহরে ৭০ টি বিপজ্জনক বহুতলের সংস্কার হয়েছে। শহরে বর্তমানে ৩০ টি বহুতল হেলে রয়েছে বলে পুরসভা সূত্রে খবর। উত্তর ও মধ্য কলকাতায় দেড় থেকে দু’হাজার বহুতল বিপজ্জনক। উত্তর কলকাতায় ৪ ও ৫ নম্বর বরো’য় সর্বাধিক বিপজ্জনক বাড়ি রয়েছে। শহরের ৩০ শতাংশ বহুতল হাই রিস্ক জোনে। তারমধ্যে ১০শতাংশ বহু দল সর্বোচ্চ রিস্ক জোনে।

Related Articles