
The Truth of Bengal: দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলনরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের আলোচনায় ডাকল রাজ্য সরকার। সোমবার দুপুর ৩টের দিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু’র সঙ্গে বৈঠক করবেন আন্দোলনকারীদের ৭ প্রতিনিধি। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, এই বৈঠকে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আন্দোলনকারীরা চান, দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। রাজ্যের এই ইতিবাচক মনোভাবে আন্দোলনকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে নিয়োগের জট খুলতে পারে। আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা কুণাল ঘোষ বলেন, “আমরা রাজ্যের ইতিবাচক মনোভাবের জন্য কৃতজ্ঞ।
আমরা আশা করি, এই বৈঠকের মাধ্যমে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “নিয়োগে সরকার আন্তরিক। আমরা চাকরিপ্রার্থীদের দাবি বুঝতে পারছি। আমরা তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করব।” এই বৈঠকের দিকে তাকিয়ে চাকরিপ্রার্থীরা। তারা আশা করছেন, এই বৈঠকের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ হবে।