কলকাতা

পুজোর বাজার মাটি করে জুনিয়র ডাক্তারদের মিছিল

The procession of junior doctors covered the Puja market

Truth Of Bengal : মহালয়ার সকাল থেকেই মিছিলে মুখরিত হয়েছে মহানগর। ১০ দফা দাবিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। দুপুরে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা। ডাক্তারদের ডাকা এই মিছিলে শামিল হয়েছেন বহু সাধারণ মানুষও। কলেজ স্কোয়্যার থেকে শুরু করে ধর্মতলায় গিয়ে শেষ হবে এই কর্মসূচি।

  • ডাক্তারদের মিছিলের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।
  • পুজোর বাজারে মন্দা দেখা দিয়েছে।
  • কলকাতা মেডিক্যাল কলেজের সামনে পৌঁছল মিছিল।
  • এমজি রোড পেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পৌঁছল জুনিয়র ডাক্তারদের মিছিল। হাতে হাত রেখে ধীরে ধীরে এগোচ্ছে মিছিল।
  • স্লোগান উঠছে, ‘আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই!’‘উই ওয়ান্ট জাস্টিস’, কিংবা ‘জাস্টিস ফর আরজি কর’
  • এমজি রোডে এখন মানুষের ঢল। সকলেই নিজেদের মত করে পোস্টার বানিয়ে নিয়ে এসেছেন। একজনের পোস্টারে রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদারের ছবি। তাতে লেখা, ‘‘প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নেই।’’
  • দুপুর ২টো নাগাদ কলেজ স্কোয়্যার থেকে শুরু প্রতিবাদ মিছিল। কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়ে মিছিল চলবে কলেজ স্ট্রিট থেকে এমজি রোড, সিআর অ্যাভিনিউ হয়ে ধর্মতলা পর্যন্ত
  • দুপুর ২টো নাগাদ শুরু হয় এই প্রতিবাদ মিছিল। জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ জড়ো হন।
  • আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে মহালয়ার দিন মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যের সমস্ত কলেজ-হাসপাতাল থেকে শুরু করে সমাজের সর্ব স্তরে চলছে এই মিছিল।

Related Articles