কলকাতা

এই বছরেই সমস্যার সমাধান হবে, এসএসসি-র সুপ্রিম-রায় নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

The problem will be solved this year, says Chief Minister on SSC Supreme Court verdict

Truth Of Bengal: এ বছরের মধ্যেই এসএসসি নিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুপ্রিম কোর্টের নয়া নির্দেশের পর এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আপাতত স্বস্তি মিলেছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের।

সুপ্রিম কোর্টের রায়ে বিচারপতি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুলে যেতে বলেছেন। এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি বাতিলে সুপ্রিম রায়ে আপাতত স্বস্তি মিলেছে। মুখ্যমন্ত্রী বলেন, আশা করছি চলতি বছরেই সমস্যার সমাধান হবে। ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছি। শিক্ষকদের কাছে অনুরোধ,ভালোভাবে কাজ করুন, চিন্তা করবেন না আমরা পাশে আছি। যথাসময়ে বেতন পাবেন বলেও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

Related Articles