আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০
The number of arrests increased to 30 in connection with RG Cor medical vandalism

Truth Of Bengal : আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। সেই প্রেক্ষাপটে ঘটে গিয়েছিল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাঙচুরের ঘটনা। শনিবার সকালে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০। গত শুক্রবার পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ছিল ২৪। কিন্তু টা এবার বেড়ে হল ৩০। গতকালের পর আরও ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত ১ ব্যক্তি গ্রেফতারি এড়ানোর চেষ্টায় চুলের ছাঁট বদল করেছিল বলেও জানা যাচ্ছে।
#Update: As of now, the number of arrests in relation to the vandalism at R.G. Kar Hospital on the night of August 14 stands at 30. Two more suspects have been identified by you from our social media posts. Thank you once again for your support. pic.twitter.com/IvVSu3E0j8
— Kolkata Police (@KolkataPolice) August 17, 2024
মঙ্গলবার মধ্যরাতে আরজি করে হামলা এবং ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল মোট ১২ জনকে। লালবাজারের একটি সূত্র মারফত জানা যায়, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েল নিজেই তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এরপর লালবাজারের তরফে তিনটি মামলা রুজু করা হয়। আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় কলকাতা পুলিশ অভিযুক্ত কয়েক জনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি দেয়!
কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ায়এই অশান্তির ঘটনার প্রায় ৫০টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছিল। তাতে বেশ কয়েক জন পুরুষ ও মহিলাকে লাল কালি দিয়ে গোল দাগে চিহ্নিত করে তাঁদের সন্ধান চায় পুলিশ। সমাজমাধ্যমে ওই পোস্টে লেখা ছিল, ‘‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।’’
প্রসঙ্গত, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে এখনও বিক্ষোভ বহাল রয়েছে। গত বুধবার রাতে পশ্চিমবঙ্গে ‘রাত দখল করো’ স্লোগান দিয়ে কয়েক হাজার নারী বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। এ ছাড়া নয়াদিল্লি, হায়দরাবাদ, মুম্বাই ও পুনের মতো শহরেও বিক্ষোভ হয়েছে।