কলকাতা

দমদমের পারদ ছুঁল ৪০ ডিগ্রিতে,দক্ষিণের জেলায় ঊর্ধ্বমুখী পারদ

The mercury in Dum Dum has touched 40 degrees, rising mercury in southern districts, dry weather will prevail in the north

Truth Of Bengal : ক্যালেন্ডার বলছে বসন্ত এখনও শেষ হয়নি। চিত্র মাসের মাঝামাঝি সময় চলছে। এখনও বাকি রয়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস। এর মধ্যেই গরমের দাপটে রীতিমত হাঁসফাঁস করছে মানুষ। হাওয়া অফিসের মতে এই কালটাকে মোটেই আর বসন্ত কাল বলা চলে না। রীতিমত তাপপ্রবাহ বইতে শুরু করেছে বঙ্গ জুড়ে। শনিবার থেকেই দক্ষিণ বঙ্গের ৭ টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এই ভরা চৈত্র মাসেই তাপমাত্রা কোথাও কোথাও পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

গতকাল দক্ষিণের ৮ টি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস কি তারও বেশি। দমদমেও তাপমাত্রার পারদ চড়ে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়া এমনকি ঝাড়গ্রামেও এখনও তাপমাত্রা ৪০ হয়নি বলে জানিয়েছে হাওয়া অফিস, এইদিকে দমদমের তাপমাত্রা এখনই ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলায় চিন্তায় পড়ে গিয়েছে শহরবাসী। এছাড়াও ৪০ ডিগ্রির তালিকায় রয়েছে আরও বহু জায়গা যেমন মেদিনীপুর, বাঁকুড়া, মগড়া, কলাইকুন্ডা, পানাগড়, আসানসোল, সিউড়ি।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাতেও গরমের জেরে হাঁসফাঁস করবে মানুষ। আগামী কয়েক দিন গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তাপমাত্রা।

তবে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা দক্ষিণবঙ্গের চায়তে। উত্তরবঙ্গের কয়েক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। পার্বত্য এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৭ দিন উত্তরবঙ্গে তেমন কোন সম্ভাবনা নেই হাওয়া বদলের।

Related Articles