
The Truth of Bengal: নভেম্বরের শুরু থেকেই সকাল ও রাতে অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা অনুভব হলেও। সকাল এবং সন্ধেয় শীতের আমেজ বাড়বে। এই মরশুমে এই প্রথমবার তিলোত্তমায় ২০ ডিগ্রির ঘরে নামল পারদ।
বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে বাংলায়। তবে পাকাপাকিভাবে শীত নয় এখনই। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামবে। আগামী ৪-৫ দিন তিলোত্তমার তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ থেকে ২২ ডিগ্রির মধ্যে।
পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিনে যা নামতে পারে ১৫ ডিগ্রিতে। মৌসম ভবন জানিয়েছে, ২৫ নভেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত হাজির হতে চলেছে। ২৬ নভেম্বর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। ২৭ নভেম্বর নাগাদ গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের অভিমুখ এখনও স্পষ্ট নয়। তবে সাগরে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হলে ফের বাধা পাবে ঠান্ডা,শুকনো বাতাস। বাধা পড়বে পারাপতনে।