কলকাতা বিমানবন্দরে কিডন্যাপিং কাণ্ডের মূল পাণ্ডা গ্রেফতার
The main culprit of the kidnapping case at the Kolkata airport was arrested

The Truth Of Bengal : কলকাতা বিমানবন্দরে কিডন্যাপিং কাণ্ডের মূল পাণ্ডাকে হরিয়ানা থেকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ধৃত প্রভীন কুমারকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে। এই কিডন্যাপিং কাণ্ডে আগে ১১ জনকে গ্রেফতার করলেও মূল এতদিন পান্ডা পলাতক ছিল। ২০২২ সালে হরিয়ানার এক বাসিন্দা অভিযোগ করেন যে, তার ছেলে কলকাতা এয়ারপোর্ট থেকে কিডনাপিং হয়েছে। এরপরে বিধাননগর এন এস সিবিআই থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত নেমে ওই ব্যক্তির ছেলের সাথে আরও ৯ জনকে নিউটাউন থেকে উদ্ধার করে বিধাননগর পুলিশ। এই কিডন্যাপিং কাণ্ডে ১১জনকে গ্রেফতার করা হয়।
মূল পান্ডা প্রভীন কুমার পলাতক ছিল। চলতি মাসের ১৭ তারিখ মূল চক্রী প্রভীন কুমারকে হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ, এই চক্র বিদেশে চাকরি দেওয়ার নামে দেশের বিভিন্ন প্রান্তের যুবকদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের কলকাতা বিমানবন্দর থেকে নকল ব্রডিং পাস করিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা করত। কলকাতা বিমানবন্দরে সেই নকল ব্রডিং পাস ধরা পড়লে ওই যুবকদের নিয়ে নিউটাউনে একটি জায়গায় আটকে রাখা হত। সেখান থেকে ওই যুবকদের বাড়িতে ফোন করে আরও টাকা চাওয়া হতো। এরপর হরিয়ানার এক বাসিন্দা বিধাননগর এনএসসিবিআই থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে নিউটাউন থেকে অপহৃত যুবকদের উদ্ধার করে বিধাননগর পুলিশ। এরপর বিভিন্ন জায়গায় থেকে ১১জনকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছিলো পুলিশ।
গত ১৭ তারিখ হরিয়ানার পানিপথের সেওয়া গ্রাম থেকে এই ঘটনার মূল পাণ্ডা প্রভীন কুমারকে গ্রেফতার করা হয়। তাকে ট্রানজিট রিমান্ডে হরিয়ানা থেকে কলকাতা নিয়ে আসা হয়। তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪এ, ৩৬৫, ৪২০, ১২০বি ধারায় মামলা রুজু করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রভীন কুমার হরিয়ানার গ্যাংস্টার মনোজ বাবার মূল সহযোগী। এই দুস্কৃতিকে গ্রেফতার করতে বেশ কয়েকবার তল্লাশি অভিযান চালানো হয় শেষমেশ সফল হয় বিধাননগর পুলিশের এনএসসিবিআই থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে হরিয়ানার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।
FREE ACCESS