কলকাতা

চলন্ত বাসে ফের তরুণীর শীলতাহানি! অভিযোগে গ্রেপ্তার যুবক

The girl's indecency in the moving bus! Youth arrested on charges

Truth Of Bengal: কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের মামলায় তোলপাড় রাজ্য থেকে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন আমজনতা থেকে চিকিৎসক মহল। এই আবহে ফের কলকাতায় চলন্ত বাসে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। যদিও নিজের উপস্থিত বুদ্ধির জোরে তিনি ওই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে পেরেছেন।

জানা গিয়েছে বৃহস্পতিবার ওই তরুণী বাসে করে বেহালায় ফিরছিলেন। হঠাৎ সখের বাজের কাছে এক যুবক ওই তরুণীর সঙ্গে অসভ্যতা শুরু করে। তরুণীর সঙ্গে শ্লীলতাহানি করে ওই যুবক। রুখে দাঁড়ান তরুণী। উপস্থিতি বুদ্ধিতে সঙ্গে সঙ্গে ফোন বার করে পুলিশের জরুরি পরিষেবার জন্য ১০০ ডায়াল করে পুরো ঘটনার কথা পুলিশকে জানান। পরে বাসটি চৌরাস্তার কাছে পৌঁছালে সেখানে কর্মরত ট্রাফিক পুলিশ বাস থামিয়ে অভিযুক্ত কে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।

তারপরে তরুণীকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়। ধৃত ওই যুবককে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় কোন লিখিত অভিযোগ দায়ের করেননি তরুণী। তবে পুলিশ তার উপস্থিত বুদ্ধির কুর্নিশ জানিয়েছেন। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে ফুঁসছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার বিচার এখনো চলছে। প্রতিবাদে বার বার নারী নিরাপত্তার প্রশ্ন উঠেছে। তারই মধ্যে বেহালায় চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি ঘটনায় উদ্বেগ বেড়েছে।

Related Articles