
The Truth of Bengal: ভোটের দামামা বেজে গেছে। চলছে জোরকদমে প্রচার। বাতাসের উষ্ণতাকে ছাপিয়ে চলছে রাজনীতিবিদদের গরমাগরম ভাষণ। উর্ধ্বমুখী তাপমাত্রার পারদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রচারের উত্তাপ। এক ইঞ্চি জমি কেউ কাউকে ছাড়তে নারাজ। আর তাই প্রথম পর্বের নির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে ময়দানে ডান-বাম সবদল। কেউ কথার বানে বিঁধছে অপর পক্ষকে, তো কেউ আবার বাড়ি বাড়ি জনসংযোগে দিচ্ছেন জোড়। আর এরই মাঝে এবার সামনে এল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের তাক লাগানো গান।
We are pleased to share our campaign song #JonogonerGorjon for the Lok Sabha election of 2024 – a powerful expression of our collective roar against the Bangla-birodhi @BJP4India zamindars who have deprived and tormented our people in every conceivable way.
Let the music spread… pic.twitter.com/Cgu1sKejz7
— All India Trinamool Congress (@AITCofficial) April 3, 2024