হকার নিয়ন্ত্রণে পাঁচ জনের কমিটি গঠন মুখ্যমন্ত্রীর, কারা আছেন এই কমিটিতে?
The chief minister formed a five-member committee to control hawkers

The Truth of Bengal: হকার নিয়ন্ত্রনে কড়া মনোভাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেভাবে অবৈধ হকারে ভরে গিয়েছে তা নিয়ন্ত্রণে আনতে এবার একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিশেষ কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রকৃত হকার চিহ্নিতকরণের কাজ হবে। নতুন করে গজিয়ে ওঠা হকারদের প্রতিহত করা হবে। যারা টাকা নিয়ে হকার বসিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। নবান্ন সভাঘরের বৈঠক থেকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন পাঁচ জনের একটি কমিটি গঠন করে দেন মমতা।
কমিটিতে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার, রাসবিহারীর বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশীষ কুমার। এছাড়াও কমিটিতে থাকবেন পুলিশের প্রতিনিধি এবং হকার সংগঠনের দুজন প্রতিনিধি। হকার নেতা শক্তিমান ঘোষ ওই কমিটিতে থাকবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ও রাজ্যের সমস্ত হকারদের পরিচয় পত্র দেওয়া হবে। পাশাপাশি সমস্ত হকারদের বিস্তারিত তথ্য নথিভুক্ত করা হবে।
একজন হকার কোনভাবেই নির্দিষ্ট জায়গার বাইরে ব্যবসা করতে পারবেন না। একের বেশি ডালা বসাতে পারবেন না। যদি এর অন্যথা হয় কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেন কলকাতা এবং বিভিন্ন শহরের সৌন্দর্য ধ্বংস করা হচ্ছে। যত্রতত্র প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। এটা বন্ধ করা হবে। পুরসভার পক্ষ থেকে যে নির্দিষ্টভাবে সেড বানিয়ে দেওয়া হয়েছে তার মধ্যেই হকারদের ব্যবসা করতে হবে। যে কমিটি গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটি আজ থেকে কাজ শুরু করে দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।