কলকাতা
বিধানসভায় মুখ্যমন্ত্রী-বিরোধীদল নেতার দেখা হল, কথাও হল
The Chief Minister and the Leader of the Opposition met in the Assembly and talked

Truth Of Bengal: জয় চক্রবর্তী: সোমবার থেকে শুরু হলো রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন। অধিবেশন শুরু হলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়ে। কাঁটায় কাঁটায় দুপুর দুটোই চলে আসেন রাজ্যপাল। রাজ্যপালকে আহবান করতে আগে থেকেই প্রস্তুত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভার লবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্যপাল আসছেন, শুভেন্দু অধিকারী যাবে কিনা তা জিজ্ঞেস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে শুভেন্দু জানান তিনি যাচ্ছেন না। বিধানসভা অধিবেশনের শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলো এবং কথা হলো বিরোধীদল নেতার।