শ্লীলতহানির অভিযোগের মাঝে রাজ্যপালের বুকে বিজেপির প্রতীক! পদত্যাগ দাবি তৃণমূল কংগ্রেসের
The BJP symbol on the governor's chest amid allegations of molestation!

The Truth of Bengal: নির্বাচনের মাঝে বারবার বিতর্কে জড়াচ্ছেন রাজ্যপাল সিভিআনন্দ বোস। এরমধ্যে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতানির অভিযোগ ওঠায় তিনি যথেষ্ট চাপে রয়েছেন।কারণ পিসরুমের মহিলা কর্মীর মতোই এক নৃত্যশিল্পী অভিযোগ করেছেন,তাঁর সম্ভ্রমহানি করা হয়েছে।সেই ঘটনায় রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী রাজ্যপালের পদত্যাগ দাবি করে সোচ্চার হন।এবার রাজ্যপাল সিভিআনন্দ বোসের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ।দেখা যাচ্ছে,রাজ্যপালের বুকে পদ্ম প্রতীক রয়েছে।
First a Calcutta HC judge admits that he’s an @RSSorg member and after retirement will go back to the Sangh Parivar, now visuals emerge of Bengal governor CV Ananda Bose attending a function ( held in January) wearing what seems to resemble the @BJP4India party symbol.… pic.twitter.com/ZfCFujZcjk
— Sagarika Ghose (@sagarikaghose) May 21, 2024
সাংবিধানিক প্রধানের পদে থেকেও কীকরে রাজ্যপাল বিজেপির প্রতীক বুকে নিয়ে বেড়াচ্ছেন তাই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজ্যপালকে অবস্থান পরিষ্কার করতে বললেন। তৃণমূলের নেতা কুণাল ঘোষ,দাবি করেন,রাজ্যপালের বুকে যে পদ্মফুল দেখা যাচ্ছে,সেটা আসলে কী তা নিয়ে অবস্থান স্পষ্ট করুন তিনি। তিনি কী ইচ্ছে করে বিজেপির প্রতীক বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? নাকি অন্যকোনও কারণ রয়েছে। সামগ্রিক বিষয়ে অবস্থান স্পষ্ট করার দাবি তুলে চাপ বাড়িয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ রাজ্যপালের পক্ষপাতিত্বের নীতি নিয়েও মুখ খুলেছেন।
তাই এই অবস্থায় রাজ্যপাল কী সিদ্ধান্ত নেন তাই লক্ষ্যণীয়। রাজ্যপাল পদকে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ করেন বিরোধীরা। কেরল,পশ্চিমবঙ্গ,তামিলনাড়ু সরকার বারবার অভিযোগ করেছে,রাজ্যপালদের দিয়ে কেন্দ্রের শাসকরা রাজ্য সরকারগুলোকে অস্থির করতে চাইছে। আসলে ক্ষমতা দখল করতে রাজ্যপালদের বিজেপি ব্যবহার করছে বলে রাহুলগান্ধী,অরবিন্দ কেজরিওয়ালের মতোই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এরাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধেও একাধিকবার একাধিক অভিযোগ ওঠায় সিভিআনন্দ বোস বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।