মুখোমুখি দুটি বিমান, ভয়ঙ্কর দুর্ঘটনার পরও রক্ষা!
The biggest problem is at the Kolkata airport

The Truth of Bengal: বড়সড় বিপত্তি কলকাতা বিমানবন্দরে। দুটি বিমানের ডানায় ডানায় ধাক্কা লাগে। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানটি রানওয়েতে প্রবেশ করতে ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। সেই সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান এসে ইন্ডিগোর বিমানে ধাক্কা মারে। এই সংঘর্ষে দুটি বিমানে ডানা ক্ষতিগ্রস্ত হয়। এয়ার ইন্ডিয়া বিমানটির ডানার একটি অংশ ভেঙে যায়।
রানওয়েতে দু’টি বিমান নিয়মের বাইরে বিপজ্জনক ভাবে কাছাকাছি এসে পড়ে। তখন এই দুর্ঘটনা ঘটে। ইন্ডিগো বিমানটিতে চার জন শিশু-সহ মোট ১৩৫ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে রানওয়েতে দুটি বিমানের মধ্যে এমন সংঘর্ষ হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
কেন এই দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ। এই ঘটনায় দুই চালককে সাময়িক ভাবে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। গ্রাউন্ডে যাদের হাতে দায়িত্ব থাকে, সেই গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।