তিলোত্তমার দৃশ্য-দূষণ রুখতে কড়া বিধি লাগু প্রশাসনের
The administration should implement strict rules to prevent pollution of Tilottama's view.

Truth Of Bengal: যেখানে সেখানে পিক ফেলে দৃশ্যশোভা নষ্ট করার বদভ্যাস ঠেকাতে কড়া আইন আনছে রাজ্য সরকার।পান বা গুটখা ফেলে দৃশ্যদূষণ করার জন্য মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে। প্রথমে হাজার টাকা পরে ২হাজার থেকে ৫হাজার টাকা জরিমানা করা হবে। রাজ্য সরকারও পান বা গুটখার পিক ফেলে তিলোত্তমার রূপ লাবণ্য নষ্ট করা বা নান্দিকতাকে কালিমালিপ্ত করার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে বিল আনছে।

এই শহর আমার-আপনার। সিটি অব জয়ের আনাচে কানাচে রয়েছে ইতিহাস। ভিক্টোরিয়া মেমোরিয়াল, মিউজিয়াম,রবীন্দ্র সদন,নন্দনের মতোই নান্দনিক গুরুত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাজারো নিদর্শন। সেই স্থাপত্য বা হেরিটেজের সৌন্দর্য রক্ষা করার জন্য বাংলার সরকার নানা প্রয়াস নিয়েছে।এওয়ান সিটির সৌন্দর্যায়নের মাঝেই দৃশ্যদূষণের ঘটনা ব্যথিত করে শহরকে যাঁরা ভালোবাসেন তাঁদের।

রূপসী তিলোত্তমার সৌন্দর্যের রূপলাবন্য ধরে রাখার মতোই যাতে কেউ বদভ্যাসের মাধ্যমে দৃশ্যশোভাকে বিনষ্ট না করতে পারে সেজন্য রাজ্য বিধানসভায় বিল আনতে চায় রাজ্য সরকার। ‘‘The West Bengal Prohibition of Smoking and Spitting and Protection and Health of Non- Smokers and Minor Act 2001’’ অনুযায়ী জরিমানা করার সংস্থান রয়েছে। বাংলার সরকারের পথেই কলকাতা পুরসভা কড়া পদক্ষেপ করতে চলেছে।মেয়র ফিরহাদ হাকিম শহরবাসীর উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত মেয়র ফিরহাদ হাকিম টক টু মেয়র অনুষ্ঠানের পর জানিয়ে দেন যে প্রশাসন কঠোর আইন লাগু করতে বদ্ধপরিকর।

গর্বের শহর কলকাতার শ্রী নষ্ট করার কাজ যেন কেউ না করে সেজন্য হোর্ডিংও দেওয়া হয়েছে।পান ও গুটখা ফেলে যাঁরা অবিবেচকের মতো কাজ করেন তাঁদের বোধোদয় ঘটানোর জন্য প্রচারেও বাড়তি ফোকাস করা হচ্ছে।শহরকে যাঁরা ভালোবাসেন সেইসব মানুষের মতে,,সিভিক সেন্স বা নাগরিকরা যদি সংবেদনশীল হয় তাহলে আমরাই আমাদের প্রিয় শহরকে সুন্দর রাখতে পারি।

শুধু আইন করে কোনও কিছু যে হবে না তাও মেনে নিচ্ছেন সচেতন মানুষ। MAHUA PAUL নাগরিক মহলের মতে, বঙ্গ শিল্প-সংস্কৃতির ঐতিহ্যের ধারা বহন করা গর্বের স্থাপত্যকে উজ্বলতায় ভরিয়ে রাখা যেমন আমাদের কর্তব্য তেমনই আবার সভ্যতার গর্বকে রক্ষা করার অঙ্গীকার আমাদেরই যে নিতে হবে তা বলার অপেক্ষা রাখে না।