মহানগরীর নিরাপত্তায় প্রযুক্তির ছোঁয়া! শহরের রাস্তায় বসছে এআই চালিত সিসিটিভি
Technology in the security of the metropolis! AI-powered CCTV cameras installed on city streets

Truth Of Bengal: কলকাতার রাস্তায় এবার আরও আধুনিক প্রযুক্তির ছোঁয়া। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত রাস্তায় বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত সিসিটিভি ক্যামেরা। কলকাতা পুলিশ প্রাথমিকভাবে ৩০০টি অত্যাধুনিক ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে। পরবর্তীতে রাজ্যের অন্যান্য জেলা ও কমিশনারেটেও এই প্রযুক্তির সম্প্রসারণ করা হবে।
এই সিসিটিভিগুলো শুধু রাস্তায় চলাচল করা মানুষ বা যানবাহন নজরে রাখবে না, বরং সন্দেহজনক গতিবিধি শনাক্ত করলেই সতর্ক করবে পুলিশের কন্ট্রোল রুমকে। বিশেষত গভীর রাতে যদি কোনও অস্বাভাবিক নড়াচড়া ধরা পড়ে, তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পুলিশকে সতর্ক করবে।
এআই প্রযুক্তি দিয়ে তৈরি এই ক্যামেরাগুলোর আরও কিছু বিশেষ সুবিধা রয়েছে। কেউ ক্যামেরা নষ্ট করার চেষ্টা করলে বা এর লেন্স বন্ধ করতে চাইলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর পৌঁছে যাবে। এমনকি, যদি কোনও কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তবুও ফুটেজ রেকর্ড থাকবে এবং পরে তা তদন্তের কাজে ব্যবহার করা যাবে।
কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বিশেষত নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই ক্যামেরাগুলো বসানো হচ্ছে। অনেক সময় রাস্তায় অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলেও তার সঠিক প্রমাণ পাওয়া যায় না। কিন্তু এই নতুন সিসিটিভিগুলোর সাহায্যে অপরাধীদের চিহ্নিত করা আরও সহজ হবে।
সাধারণত দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরা নষ্ট করার চেষ্টা করে অপরাধের চিহ্ন মুছে ফেলতে চায়। তবে এবার তা আর সম্ভব হবে না। ক্যামেরার কৃত্রিম বুদ্ধিমত্তা যদি লেন্স ঢেকে দেওয়া, রং দিয়ে নষ্ট করা বা সংযোগ বিচ্ছিন্ন করার মতো কোনও সন্দেহজনক ক্রিয়া শনাক্ত করে, তাহলে তা সঙ্গে সঙ্গে পুলিশের নজরে চলে আসবে।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের বাসিন্দারা। প্রযুক্তির এই উন্নত প্রয়োগে শহর আরও সুরক্ষিত হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।