কলকাতা
৩০ মে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আর কী জানালেন মুখ্যোমন্ত্রী?
Teacher recruitment notification issued on May 30, what else did the Chief Minister say?

Truth Of Bengal: আগামী ৩০ মে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। প্যানেল ঘোষণা আগামী ১৫ নভেম্বর। কাউন্সেলিং শুরু হবে ২০ নভেম্বর।
২৪ হাজার ২০৩ টি শূণ্য পদের জন্য নিয়োগ করা হবে। ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। আপাতত পরীক্ষায় বসতেই হবে চাকরি হারাদের। তারা সকলেই পরীক্ষায় বসতে পারবেন। বয়স কোন বাধা হয়ে দাঁড়াবে না।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দুটি রাস্তা খোলা রাখা হচ্ছে। একদিকে সুপ্রিম কোর্টের আইনি পথ অন্যদিকে চাকরির প্রক্রিয়া। যারা এতদিন কাজ করেছেন তারা এক্সপেরিয়েন্স অনুযায়ী অ্যাডভান্টেজ পাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।