ছাত্রীর রহস্যমৃত্যু খাস কলকাতায়, খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
Student's mysterious death in Kolkata

The Truth of Bengal: চাটার্ড অ্যাকাউন্ট হওয়ার স্বপ্নপূরণ করার জন্য নিচ্ছিলেন প্রস্তুতি। পরীক্ষা ভালো না হওয়ায় ভেঙে যায় মন। তারমাঝে আবাসনের ২৬তলা থেকে ঝাঁপ দেন বছর ১৯এর কসবার ছাত্রী। পুলিশ, তামান্না হিরাওয়াতের দেহ উদ্ধার করে নিয়ে যায়। মানসিক চাপে আত্মহত্যা, নাকি অন্যকোনও কারণে এই চরম সিদ্ধান্ত,তার কিনারা করতে চলছে তদন্ত। স্বপ্ন ছিল, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার। জীবনকে নতুন রূপে গড়ার জন্য নিচ্ছিলেন কঠোর প্রস্তুতিও।কিন্তু জীবনকে নতুনভাবে তৈরি করার চেষ্টার মাঝে পরীক্ষা খারাপ হওয়ায় তাঁর মনে হয়,সব কিছু ভণ্ডুল হয়ে যেতে বসেছে।
মনখারাপ আর মানসিক টেনশনের মধ্যে দিন কাটে পড়ুয়া তামান্না হিরাওয়াতের। বছর ১৯-র মেয়েটি পথ হারানো পথিকের মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে।কসবার অভিজাত আবাসন থেকে তিনি ঝাঁপ দেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তামান্না হিরাওয়াতের বাবা দীপক হিয়াওয়াত এখন বিদেশে থাকেন। কসবার নস্করহাট রোডের অভিজাত ৩৮ তলা আবাসন মেঘমণি অ্যাপার্টমেন্টের বাসিন্দা হিরাওয়াত পরিবার।
তাঁরা থাকেন ২৬ তলায়। পুলিশ সূত্রে খবর, নিজের ফ্ল্যাট থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তামান্না। ঘটনার পর তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পড়াশোনার চাপে এই চরম সিদ্ধান্ত নাকি অন্যকোনও ফ্যাক্টর কাজ করছে,তার কিনারা করতে পুলিশ তদন্তে গতি বাড়িয়েছে।