কলকাতা

উচ্চমাধ্যমিকের শুরুর দিনেই ধর্মঘট, কড়া নজরদারিতে প্রশাসন

Strike on the first day of higher secondary school, administration under strict surveillance

Truth Of Bengal: একদিকে ছাত্র আন্দোলনের জেরে এসএফআই-এর ধর্মঘট, অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা—এই দুই ঘটনা একসঙ্গে ঘটতে চলেছে সোমবার। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে কারণে রাজ্যজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

রবিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, “উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। প্রয়োজন হলে বিশেষ হেল্পলাইন নম্বরে (৯৪৩২৬১০০৩৯) যোগাযোগ করা যাবে। এছাড়া ১০০ নম্বরে ফোন করলেও স্থানীয় থানা দ্রুত ব্যবস্থা নেবে।”

কীভাবে চলবে পরীক্ষা?

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে এবং শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে।

নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা:

  • প্রতি ২৫ জন পরীক্ষার্থীর জন্য একজন পর্যবেক্ষক।
  • ৫০ জনের বেশি হলে তিনজন পর্যবেক্ষক বাধ্যতামূলক।
  • প্রশ্নপত্র প্যাকেট এবার পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে।

নিয়ম ভাঙলেই কড়া শাস্তি

  • পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ।
  • ফটোকপির দোকান বন্ধ রাখতে হবে, মাইক বাজানো যাবে না।
  • পরীক্ষার হলে মোবাইল, স্মার্টওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না।
  • কেউ টোকাটুকি করতে গিয়ে ধরা পড়লে, তার সেই বছরের পরীক্ষা বাতিল করা হবে।

পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারি

সোমবার শুধু কলকাতা নয়, গোটা রাজ্যে থাকবে বাড়তি পুলিশি নজরদারি। পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা রাখা হবে।

এদিকে, ছাত্র আন্দোলন ও ধর্মঘট নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে।

Related Articles