কলকাতা

তাপমাত্রা কমলেও গরমে ভোগান্তিতে দক্ষিণ বঙ্গবাসী, বঙ্গে বর্ষার প্রবেশ কবে?

Weather Update

The Truth of Bengal: দুর্যোগের হাত থেকে মুক্তি মিলেছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও গরমে রীতিমতো নাজেহাল আমজনতা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফের আরও একবার আবহাওয়ার ভোলবদল। রবিবার রাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। টানা দুদিন দক্ষিণবঙ্গ একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়। ঝড় বৃষ্টির কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমলেও। গুমোট ভাব কাটছে না।

অতিরিক্ত বৃষ্টির কারণে আকাশ পরিস্কার হলেও মাটির তলায় জমেছে জল যে কারণে এই অস্বস্তিকর পরিস্থিতি। আগামী দুদিন এই অবস্থা বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া। আপাতত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই দুর্যোগের সম্ভাবনা নেই। তবে বজায় থাকবে অস্বস্তি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে যা ২° কম।

সর্বনিম্ন তাপমাত্রা ২৯. ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮২ থেকে ৯৫%। তবে বঙ্গে বর্ষা কবে প্রবেশ করছে এই প্রশ্ন সকলের মনে। ইতিবাচক ইঙ্গিত মিলেছে মৌসম ভবনের তরফে। পয়লা জুন কেরলে বর্ষা প্রবেশ করছে। আবহাওয়ার খামখেয়ালিপনা না ঘটলে তার ঠিক ১০ থেকে ১২ দিনের মধ্যেই বঙ্গে বর্ষা প্রবেশ করবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বঙ্গে বর্ষা প্রবেশ নিয়ে এখনই কোন মন্তব্য করতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর।

Related Articles