কলকাতা

Shuvendu Adhikari: “পাকিস্তান ও বাংলাদেশ থেকে নিয়মিত থ্রেট কল পাই”- চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

মুর্শিদাবাদে এনআইএ-এর তল্লাশি অভিযানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বুধবার শুভেন্দু অধিকারী বলেন, "বাংলা নিরাপদ বলেই 'জেহাদি'রা মনে করে। আর আমরা থ্রেট কল খাই।

Truth of Bengal: দিল্লি বিস্ফোরণ এবং তার জেরে দেশজুড়ে তোলপাড়ের আবহে চাঞ্চল্যকর দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, তাঁকে নিয়মিত পাকিস্তান ও বাংলাদেশ থেকে হুমকি ফোন করা হচ্ছে। এই বিষয়ে তিনি যেখানে জানানোর, সেখানে জানিয়েছেন বলেও উল্লেখ করেন।

মুর্শিদাবাদে এনআইএ-এর তল্লাশি অভিযানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বুধবার শুভেন্দু অধিকারী বলেন, “বাংলা নিরাপদ বলেই ‘জেহাদি’রা মনে করে। আর আমরা থ্রেট কল খাই। দু’দিন আগেও আমি পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি।” শুধু পাকিস্তান নয়, নন্দীগ্রামের বিধায়ক দাবি করেন, “বাংলাদেশ থেকে তো প্রত্যেকদিন করে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবাই জানে।” তাঁর দাবি, “বাংলা নিরাপদ বলে মনে করে ‘জেহাদি’রা,” এর পরই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জইশের যোগের গুঞ্জনের মাঝে তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে বিরোধী দলনেতার এই দাবিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সরাসরি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে কটাক্ষ করেছেন। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, কেন তাঁকে পাকিস্তান বা বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হবে?

অরূপ চক্রবর্তী দাবি করেন, শুভেন্দু অধিকারী এখন আর “হালে পানি পাচ্ছেন না”, তাই “এই সমস্ত কথা বলে দলের মধ্যে ভেসে থাকার চেষ্টা করছেন।” তৃণমূল মুখপাত্র আরও বলেন, “বিজেপির কাছেই পাত্তা পাচ্ছেন না। ১৮ থেকে ১২ হওয়ার পর পছন্দের লোককে রাজ্য সভাপতি করেনি। কার্যত ঘাড় ধাক্কা খাচ্ছে বিজেপিতে।” তাঁর মতে, “এই সমস্ত সস্তার কথা বলে (শুভেন্দু) মার্কেটে ভেসে থাকার চেষ্টা করছেন।”

Related Articles