কলকাতা

যাদবপুরে ‘আজাদ কাশ্মীর’ দেওয়াল লিখন নিয়ে বড় মন্তব্য এসএফআইয়ের

SFI makes a big comment on 'Azad Kashmir' graffiti in Jadavpur

Truth Of Bengal: বিতর্কের শিরনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আক্রান্ত থেকে শুরু করে দেওয়ালে ‘আজাদ কাশ্মীর’ লেখা স্লোগান। এই সমস্ত বিষয় নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর। আর এবার এই ঘটনার মাঝেই দীনেশ মজুমদার ভবনে এসএফআইয়ের তরফে সাংবাদিক বৈঠক হয়। সেখানেই উঠে এসেছে একাধিক ইস্যু।

বৈঠক চলাকালীন সময় কার্যত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে শাসক শিবিরকেই কার্যত দুষেছে এসএফআই কর্মীরা। তাদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ব্রাত্য বসু খুনের চেষ্টা করেন। তারপর তৃণমল নেতারা প্রায়শই হুমকি দিচ্ছে।কলকাতা কমিশনের এর কাছে মেলের মাধ্যমে  ডেপুটেশন দেওয়া হয়েছে।

নিজস্ব চিত্র

পাশাপাশি রাজ্যে নিয়োগ বন্ধ থাকা নিয়েও এদিন সরব হন এসএফআই কর্মীরা। তারা জানিয়েছেন, ৮  হাজার স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। ৬ হাজার স্কুল এ শিক্ষক নেই। ৩৫০০ হাজার স্কুল এ পড়ুয়া নেই। টিচার নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এই সমস্ত বিষয় নিয়ে পথে নামা হবে।

সেইসঙ্গে ‘আজাদ কাশ্মীর’ দেওয়াল লিখনের সঙ্গে এসএফআই যুক্ত নয় এমনটাই দাবি করা হয়েছে এদিনের বৈঠকে। বলা বাহুল্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের ডানদিকে পড়ে টেকনোলজি ভবন।কিছুদিন আগে সেই বিল্ডিং-এর দেওয়ালের গায়েই ‘আজাদ কাশ্মীরে’র ডাক। যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles