কলকাতারাজ্যের খবর

দক্ষিণবঙ্গে তীব্র তাপ্রবাহের সতর্কতা, তবে বর্ষা আসছে আগেই

Severe heatwave warning in South Bengal, but monsoon is coming early

Truth Of Bengal: বর্ষা আসার দিনক্ষণ এখনও জানায়নি আবহাওয়া দফতর, তবে আগাম ইঙ্গিত মিলেছে। আগামী ১৩ই মে আন্দামান সাগর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে আগে ভাগেই বর্ষা ঢুকে পড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সাধারণত ২২শে মে বর্ষা ঢোকে, কিন্তু বছর সেটা প্রায় দিন আগে হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে এবার বর্ষা সময়ের আগেই আসছে বলে মনে করা হচ্ছে।

এদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার প্রভাব দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভালোই বৃষ্টি হচ্ছে। আজ কাল দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টিও হতে পারে।

সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে দক্ষিণবঙ্গেও। আজ কাল কলকাতা সহ বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। উপকূল এবং বাংলাদেশ সীমান্তঘেঁষা জেলাগুলিতে কাল হালকা ঝড়বৃষ্টি হতে পারে।

তবে এরপর থেকেই দক্ষিণবঙ্গ আবার চড়তে চলেছে তাপমাত্রার দৌড়ে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় গরম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। কলকাতাসহ অন্যান্য জেলাতেও গরমের সঙ্গে আদ্রতার কারণে অস্বস্তি বাড়বে।

Related Articles