শিয়ালদা আদালতে আজ শাস্তি ঘোষণা আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের
Sanjay Roy's sentence to be announced today, victim's family's statement will also be heard

Truth Of Bengal: আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনায় দোষী সঞ্জয় রায়ের শাস্তি কী হবে, তা সোমবার দুপুরে পরিষ্কার হবে। শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস দুপুর সাড়ে ১২টায় এজলাস বসাবেন। প্রথমে সঞ্জয় এবং তাঁর আইনজীবীর বক্তব্য শোনা হবে। এর পরে নির্যাতিতার পরিবারের বক্তব্য গ্রহণ করবেন বিচারক। দুপুরের মধ্যেই শাস্তি ঘোষণা হবে।
শনিবার সঞ্জয়কে আদালত দোষী সাব্যস্ত করেছে। বিচারক জানান, প্রমাণের ভিত্তিতে সঞ্জয়ের অপরাধ প্রমাণিত। যে ধারাগুলিতে তিনি দোষী, তাতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
ঘটনার বিবরণ
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে সঞ্জয় রায় একটি সেমিনার হলে ঢুকে এক মহিলা চিকিৎসককে যৌন হেনস্থা করেন এবং গলা টিপে হত্যা করেন। তদন্তে সিসিটিভি ফুটেজ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে সঞ্জয়ের দোষ প্রমাণিত হয়। শনিবার আদালতে বিচারক সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন।
তবে সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। আদালতে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেন, ‘‘আমাকে ফাঁসানো হচ্ছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে। এই মালা পরে আমি এই অপরাধ করব?’’ তাঁর মতে, অপরাধ করার সময় মালা ছিঁড়ে যেত। যদিও পুলিশ এবং তদন্তকারী সংস্থা রুদ্রাক্ষের মালার কোনো উল্লেখ করেনি।
নির্যাতিতার পরিবারের প্রতিক্রিয়া
বিচারকের রায় শুনে নির্যাতিতার বাবা-মা আদালতে কেঁদে ফেলেন এবং বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তাঁরা সন্দেহ করছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে। তাঁদের বক্তব্যও সোমবার শোনা হবে।
পুলিশ ও তদন্তকারী সংস্থার অবস্থান
সঞ্জয়ের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ, সেমিনার হল থেকে উদ্ধার হওয়া ছেঁড়া ব্লুটুথ হেডফোন, এবং অন্যান্য প্রমাণ আদালতে পেশ করেছে পুলিশ। তদন্তকারী সংস্থা সিবিআইও সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। এখন দেখার, সোমবার বিচারক সঞ্জয় রায়ের জন্য কী শাস্তি ঘোষণা করেন।