আরজি কর ধর্ষণ-খুন মামলা: কাল শিয়ালদহ আদালতের রায়, ফাঁসি নাকি যাবজ্জীবন?
RG Kar rape-murder case: Sealdah court verdict tomorrow, death penalty or life imprisonment?

Truth of Bengal: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় আগামীকাল রায় দেবে শিয়ালদহ আদালত। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ভাগ্য নির্ধারণ হবে বিচারকের একটি রায়ে। গোটা দেশ তাকিয়ে আদালতের সিদ্ধান্তের দিকে।
ঘটনার সূত্রপাত
গত বছরের ৮ আগস্ট সোদপুরের বাসিন্দা তরুণী চিকিৎসকের নাইট ডিউটি ছিল। সেদিন রাতে শেষবার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। ৯ আগস্ট সকালে হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণের পর তাঁকে খুন করা হয়।
তদন্ত ও গ্রেপ্তারি
১০ আগস্ট সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে গিয়ে কঠোর ব্যবস্থার আশ্বাস দেন। এরপর সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
আন্দোলন ও প্রতিবাদ
ঘটনার পরপরই সুবিচারের দাবিতে কলকাতার মানুষ পথে নামেন। ১৪ আগস্ট মহিলা আন্দোলনে সাড়া মেলে। ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। চিকিৎসক ও নার্সদের আন্দোলন, লালবাজার অভিযান, স্বাস্থ্যভবনের সামনে অবস্থান এবং ধর্মতলায় অনশন—সব মিলিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।
অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ
প্রাথমিক তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। ১৬ সেপ্টেম্বর সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়।
বিচার প্রক্রিয়া
সিবিআই ৭ অক্টোবর অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। ১১ নভেম্বর থেকে শুরু হয় বিচার প্রক্রিয়া। চার্জগঠনের পর ১ মাস ৭ দিনের মাথায় কাল রায় ঘোষণা হবে।
সকলের নজর আদালতের রায়ের দিকে
১৮ জানুয়ারি, আদালত কী রায় দেবে? ফাঁসি নাকি যাবজ্জীবন—সেই উত্তর জানতে অপেক্ষায় গোটা দেশ।