
The Truth of Bengal: একাধিক ইস্যুতে সংঘাত জারি আছে। এবার রাজভবনের নিরাপত্তা নিয়েও রাজ্য সরকারের সঙ্গে নয়া সংঘাত রাজ্যপালের। কলকাতা পুলিশের বিরুদ্ধে রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকায় আড়িপাতা এবং নজরদারির অভিযোগ তুলেছে রাজভবন। জানা গিয়েছে, বুধবার তিন পুলিশকর্মীর বিরুদ্ধে রাজভবনের তরফে সরকারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। রাজভবনের ওসিকে সরিয়ে দিতে বলা হয়েছে। এমন আবহে রাজভবন চাইছে, সেখানকার নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে দেওয়া হোক।
জানা গিয়েছে, রাজ্যপালের অফিস এবং রেসিডেন্সিয়াল অংশের দায়িত্ব কলকাতা পুলিশ যেন সিআরপিএফের হাতে হস্তান্তর করে। এই আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে রাজভবন। রাজভবন সূত্রে জানা গিয়েছে। নিরাপত্তার দায়িত্ব থাকা ৫০ জন পুলিশকর্মীকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকার নিরাপত্তার দায়িত্ব নেবে CRPF।রাজভবনের ভেতরে অনেকগুলো ভাগ রয়েছে। একতলায় আছে লাইব্রেরি, দোতলায় অফিস, তিন তলায় রাজ্যপালের রেসিডেন্সিয়াল এলাকা।
রাজভবনের বক্তব্য, রাজ্যপালের রেসিডেন্সিয়াল আর অফিসিয়াল এলাকার নিরাপত্তার দায়িত্ব পুলিশের হাত থেকে নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হোক। রাজভবন চত্বর ও অন্যান্য এলাকা কলকাতা পুলিশের দায়িত্ব থাকবে। রাজভবন ও সরকারের সঙ্গে সংঘাতের আবহে এই বিষয়টি এবার অন্য মাত্রা পেল।পেশাদারিত্ব ও দক্ষতায় কলকাতা পুলিশ দেশের সব রাজ্যের বাহিনীর মধ্যে অন্যতম। একটা সময় লালবাজারকে বিশ্বখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। সেই কলকাতা পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় অবাক সব মহল।
Free Access