সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়, বইবে দমকা হাওয়া
Rain likely in various districts of the state over the weekend, gusty winds expected

Truth Of Bengal: কিছুদিন ধরেই টানা বৃষ্টি চলছে রাজ্যের অধিকাংশ জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে মনোরম আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হাওয়ার সম্ভাবনা আছে।
শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টি হলেও সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। নতুন সপ্তাহে চড়তে পারে তাপমাত্রার পারদ।
শনিবার বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি।
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে না। বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তবে বৃষ্টি আর বেশিদিন স্থায়ী হবে না। খুব শীঘ্রই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।