তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায়, জানালো আবহাওয়া দফতর
Rain forecast in various districts of the state amid heatwave, says Meteorological Department

Truth of Bengal: বৈশাখের শেষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। রোদের তাপে পুড়ছে শহর কোলকাতা। কোনো কোনো জেলায় আবার রয়েছে কালো মেঘের ঘনঘটা। আবার একাধিক জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
কিছু দিন বৃষ্টির পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে গত সপ্তাহেই। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী দুদিনে রাজ্যে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সোমবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়া সমগ্র দক্ষিণবঙ্গেই অস্বস্তিকর গরম থাকবে। গরমে গলদঘর্ম হবে রাজ্যবাসী।
সোমবার পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সহ নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বুধবার নাগাদ বৃষ্টি বাড়ার পূর্বাভাস। বুধবার বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। ভিজতে পারে কলকাতাও। এদিকে মৌসম ভবন জানিয়েছে, উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৪/৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়বে। এবছর বর্ষা তাড়াতাড়ি আসাহার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও সোমবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।