কলকাতা

পরিচ্ছন্নতা অভিযানে রেলের কড়াকড়ি, এবার চলন্ত ট্রেনেও নজরদারি

Railways tightens cleanliness drive, now monitoring moving trains too

Truth Of Bengal: সম্প্রতি শিয়ালদহ ডিভিশনে রেলের পরিচ্ছন্নতা অভিযান উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর ২ এপ্রিল পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর দেওয়ার নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে বলেন, রেল প্ল্যাটফর্মে বা ট্রেনের ভিতরে থুতু ফেলা একটি গুরুতর অপরাধ, যা প্ল্যাটফর্ম, দেওয়াল ও অন্যান্য স্থাপনাগুলিকে নোংরা ও নষ্ট করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই গুটখা, পানের মতো দ্রব্য খেয়ে যাত্রীরা যত্রতত্র থুতু ফেলেন, যার ফলস্বরূপ পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়।

এই প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ ‘রেলওয়ে অ্যাক্ট’-এর ৩বি ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেছে। শুধু এপ্রিল মাসেই শিয়ালদহ ডিভিশনে ৬,১৯৩ জন যাত্রী এই অপরাধে ধরা পড়েছেন এবং তাঁদের কাছ থেকে মোট ৭ লক্ষ ৬১ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিজনের থেকে গড়ে ৫০০ টাকা করে জরিমানা নেওয়া হয়েছে।

ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা জানিয়েছেন, পুরো মাস জুড়ে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলে এবং তা ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এখন শুধু প্ল্যাটফর্মে নয়, চলন্ত ট্রেনেও এই ধরনের নজরদারি চলবে। গুটখা বা পানের মতো দ্রব্য খেয়ে যারা ট্রেনের জানলা বা দরজা দিয়ে থুতু ফেলবেন, তাঁদের উপরও নজর রাখা হবে। এই কাজের জন্য টিটিই-দের পাশাপাশি রেলের কমার্শিয়াল বিভাগও সাদা পোশাকে নজরদারি চালাবে।

শিয়ালদহের সিনিয়র ডিসিএম যশরাম মীনা জানিয়েছেন, পরিচ্ছন্ন রেল পরিকাঠামো গড়ে তুলতে যাত্রীদের সচেতন হতে হবে এবং এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতে হবে। রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপ রেল যাত্রাকে আরও স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন করে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Related Articles