কলকাতা

মেট্রো স্টেশনের নাম পরিবর্তন! নবান্নে জমা পড়ল প্রস্তাব

Proposal submitted to change metro station name in Nabanna

Truth Of Bengal: এবার নাম পরিবর্তন হতে চলেছে মেট্রো স্টেশনের। চাররুটের চার্জ স্টেশনের নাম বদলের প্রস্তাব বিভিন্ন মহল থেকে রাজ্যের কাছে দেওয়া হয়েছে বলে রেল সুত্রের খবর। জোকা – ধর্মতলা প্রকল্পের খিদিরপুর,নোয়াপাড়া- বিমানবন্দর প্রকল্পের জয় হিন্দ, নিউ গড়িয়া- বিমানবন্দর প্রকল্প এর মধ্যে থাকা ভিআইপি রোড, এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান, এসপ্লানেট, শিয়ালদা, মহাকরণ স্টেশনের যেকোনো একটি নাম বদলের প্রস্তাব পড়েছে রেল দপ্তরে।

অনেকেই এই স্টেশন গুলোর নাম বদরের প্রস্তাব জানিয়েছেন। পরিবর্তিত স্টেশন গুলোর নাম কি হবে তাও ঠিক করে দেয়া হয়েছে বলে জানা যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে খিদিরপুর মেট্রো স্টেশন এর নাম সেন্ট থমাস স্কুল খিদিরপুর অথবা খিদিরপুর সেন্ট থমাস স্কুল রাখার প্রস্তাব দিয়েছে সেন্ট থমাস স্কুল কর্তৃপক্ষ বলে জানা যায়। কবি সুভাষ বিমানবন্দর মেট্রো প্রকল্পের ভিআইপি রোড/ তেঘরিয়া স্টেশনের নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশনের নাম প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে, এই প্রস্তাব দিয়েছি অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘ।

আর সর্বশেষ “জয়হিন্দ” স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে মেট্রো চিফ অপারেশন ম্যানেজারের তরফে বলে জানা গেছে। তবে এই মেট্রো স্টেশন এর নাম বদল এখন রয়েছে প্রস্তাবনার স্তরে। বিভিন্ন মহল থেকে তা এসেছে রাজ্যের কাছে যদিও রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত আলোচনার স্তরেই বিষয়টি রেখেছে। নিয়ম অনুযায়ী পরিবহন সম্পর্কিত নিয়ম পরিবর্তন করতে হলে পরিবহন দপ্তরের পাঠানো হয় তারপর সেই প্রস্তাব অর্থ দপ্তরে যায়, পরবর্তী সময়ে রাজ্যের সম্মতি মিললে সেটা যাবে রেল মন্ত্রকের কাছে। তবে শেষমেষ চূড়ান্ত সিদ্ধান্ত রেল মন্ত্রক নেবে। তবে এখন দেখার বিষয় শেষমেষ নাম পরিবর্তনে কি পদক্ষেপ নেয় রেল।

Related Articles