কলকাতারাজ্যের খবর

প্রাক বর্ষার বৃষ্টি শুরু, সপ্তাহ জুড়ে চলবে ভারী-বৃষ্টি

Pre-monsoon rains begin, heavy rains to continue throughout the week

Truth Of Bengal: প্রাক বর্ষার বৃষ্টিতে ভাসছে রাজ্য। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বাড়বে বৃষ্টি। গোটা রাজ্য জুড়ে চলবে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে।

চলছে বৃষ্টি। তবে বর্ষা আসার আগে গোটা রাজ্যে বৃষ্টিতে স্বস্তিতে মানুষ। সারাদিন রয়েছে মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে ঝড়বৃষ্টি আরও বাড়বে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বাড়বে বৃষ্টি। গোটা রাজ্য জুড়ে চলবে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি ও বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।

আপাতত কলকাতার আকাশ কয়েকদিন মেঘলা থাকবে। চলতে থাকা গরমের মাঝে এই ঝড়বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন ছিল তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশ। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও হবে বৃষ্টি। আগামী তিনদিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা পুরোপুরি প্রবেশ করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের শেষে সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কার কথা শুনিয়েছেন আবহবিদরা। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বুধবার থেকে। সতর্কতার জন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related Articles