হোটেলের সিঁড়ি বন্ধ থাকায় মানুষ নামতে পারেনি: মুখ্যমন্ত্রী
People couldn't get down as hotel stairs were closed: Chief Minister

Truth Of Bengal: দিঘা থেকে ফিরেই বড়বাজারের মেছুয়ায় ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেলের মধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একাধিক অনিয়ম নজরে এসেছে। একটিমাত্র সিঁড়ি ছিল হোটেলে। সিঁড়ি বন্ধ থাকার কারণে নামতে পারেননি। দুজন একসঙ্গে নামতে গিয়ে মারা গিয়েছেন। যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু রোজগারের চিন্তা, মানুষের জীবনের কথা কেউ ভাবছে না। কথা না শুনলে পুরসভা, পুলিশ, দমকল কড়া ব্যবস্থা নেবে।
হোটেলের মালিক ও ম্যানেজার গ্রেফতার হয়েছে। তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য। পৃথকভাবে তদন্ত করবে কলকাতা পুরসভাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম অনেক হোটেল আছে নিয়ম না মেনে চলছে। আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত রিপোর্ট দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। যারা নিয়ম মেনে চলছে না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, হোটেলে অগ্নিনির্বাপন ব্যবস্থা না রাখাটা ক্ষমার অযোগ্য অপরাধ। এক্ষেত্রে তিনি ‘রাফ অ্যান্ড টাফ’। মুখ্যমন্ত্রী বলেন, যেসব হোটেল নিয়ম মানে না সারপ্রাইজ ভিজিট করবে পুলিশ। পাশাপাশি দমকলও সারপ্রাইজ ভিজিট করবে। অনিয়ম নজরে এলে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্ত চলবে আমরা ছাড়বো না। বারবার বলার সত্ত্বেও অনেকে কথা শুনছেন না। পুরসভা বলা সত্বেও ক্ষতিগ্রস্ত বাড়ি ছাড়ছেন না। এই ধরনের বহুতলের আর অনুমোদন দেওয়া হবে না। ১৫ দিনের মধ্যে সমস্ত বিপদজনক বাড়ি চিহ্নিত করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, আগুন নিয়ে খেলবেন না।